সাফল্য, আসমা খান, Success, Asma Khan
স্বপ্নচারী, স্বপ্ন ছোঁয়ায় সাহসী হতে হয়
নাটাই হাতে উড়ায়, উড়ায় স্বপ্ন ঘুড়ি
শিখরে উঠলে বৈরী পথ পদানত নিশ্চয়
বাঁকে বাঁকে ফোঁটে রঙধনু ফুল কুড়ি।
বৈরী পথেও ক্রমাগত যে চলে, কখনো না থেমে
শ্রমে, ঘামে, স্রোতের উজানে, নুতন কিছু যে করে
সেই ভাবনা সাজে সামাজিক ইমারতে মনোহর কোন ফ্রেমে
মানবিক প্রেমে তৈরী বন্দরে, এলাকার ঘরে ঘরে
কেমন করে হাওয়া বদল, স্রোতও অগোচরে।
স্বেচ্ছাশ্রমে নিজেকে নিজেই যে তুলে দেয় সামাজিক নিলামে
ডানে বামে কথা বলে খোলা খামে, আপোষে বা সংগ্রামে
এলাকার ধনী গরীব নামী বেনামী বৈসম্যর এই হাটে
করাঘাত করে প্রতিটি কপাটে, তল্লাটের প্রতিটি ঘাটে
অনুভবে জড়ায় জনতার মানবিক আবর্জনা, সুখকণা
নিঃসার্থ আত্বত্যাগে, তখন সমাজ জাগে, ভিন্ন সে প্রেরনা।
সমস্ত বাঁধার জ্বলন্ত সিড়ি বেয়ে শিখর অতিক্রম
সাফল্যর অপর নাম সুশৃঙ্খল, দৃড়তা, মেধাবী শ্রম!!