আয়না, আসমা খান; Mirror Asma Khan
দীর্ঘ প্লেন যাত্রা দেশের সীমানা অতিক্রম
এয়ারপোর্টে দলে দলে ইমিগ্রান্ট সমাগম
চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে
পাসপোর্ট, কাস্টমস পর্ব ডিঙিয়ে
জাতীয় সম্পর্কের জটিল পথ বেয়ে
বিদেশের কোন অচেনা শহরে আমি তুমি সে।
অচেনা দেশের চোখ ঝলসানো আলো
চাকচিক্য, নাগরিক মনের আধাঁর দেখে কে চমকালো?
একান্তে নির্জনে স্মৃতির জানালা খোলে
ফেলে আসা গৃহকোন, বাবা মা ভাই বোন
উৎসব অনটন কে ভোলে?
এখানেও আশে পাশে কত রকমের ভিন্ন সমাজ
পরবেরও আছে কত খুশি,কত রং, কত কত সাজ
পালক লাগালেই কাক হয়না ময়ুর, পায়না স্বর
ঝাকের ভিতরে মায়ের আদরে তার বোধের ঘর।
যেখানে স্বপ্ন আশা সততঃ জেগে থাকে
এই সমাজেও কাজের মাঝে নিজের চিহ্ন রাখে।
জীবনে চড়াই উৎরাই থাকে বিষন্ন উচ্ছল প্রহর
হৃদয় জড়িয়ে রাখে এ কোন জাদুর মোহর
সন্ধ্যায় দিনের কস্ট সব ফিকে হয়ে যায়
উৎসবে সমাজ যখন হাসিমুখে দরজায় দাড়ায়।
পরস্পরের মুখ দেখে মমতার স্বচ্ছ আয়নায়!!!