Mother, Asma Khan; মা , আসমা খান, অটোয়া
টেলিফোনেই হটাৎ করে মায়ের খবর এলো,
মনের মাঝে গ্রহন লাগা আঁধার হয়ে গেল।
কাজেভরা এই প্রবাসে, ক্ষীন হওয়া মমতার সেই টান।
গ্লানীভরা দুঃখী মনে শোনায় আজি নোঙর ছেঁড়ার গান।
অনাথ হওয়া শুন্য মনে স্নৃতির আনাগোনা।
ছোট বড় সকল স্নৃতিই আজ অনেক দামী সোনা।
মাগো, জীবন তোমার কেটেই গেল,ভোগান্তিরই দেশে,
ছেলে মেয়ে করলে মানুষ গভীর ভালোবেসে,
সকাল সাঁঝে কাজের মাঝে,নযর সবার পরে,
ধৈর্য্য দিয়ে, ত্যাগ দিয়ে, শান্তি আনতে ঘরে।
হৃদয় ঘড়ি থামার পরে, তোমায় শুইয়ে দিল ঐ কবরে,
বিছিয়ে দিল ঘাস,
জীবন লীলা সাঙ্গ করে, মিলিয়ে গেলে কোন আধারে
মাগো, তুমি এখন স্তব্ধ ইতিহাস।
জন্মও একা, মৃত্যুও একা, সবার সাথেই জীবন কর্মফল,
সমাজেরই বন্ধু স্বজন, করবে স্বরন, আজ ফেলবে চোখের জল।
মাগো
তোমার দোয়াই আমার লক্ষ্য ছোয়ার রক্ষা কবজ হবে,
তুমি আমার প্রতিক্ষনের, চেতন মনের অনুভবে রবে।