Friendship Asma Khan, বন্ধুত্ব, আসমা খান
অবশেষে দিনের শেষে এই ঘরে ফেরা,
ভিন্ন ভুগোলে নুতন ঠিকানা, শিকড় ছেঁড়া
রাস্তায়, দ্রুতগামী গাড়ির মিছিল
শরীর মন ক্লান্ত, ভাবনা শিথিল।
সারি সারি ঘর বাড়ি, খেলার মাঠ
‘গোল’, সজোরে চিৎকার, বল নিয়ে চাঁদের হাট।
পথে অলস চোখ দেখে পাইনের বন
দেশান্তরী মন, একাকী নিঝুম নির্জন
খোঁজে, তবু খোঁজে কিছু মুখ, সে শুধুই চেনা মুখ নয়,
হৃদয়ে পরিচয়, কত যে স্মৃতিময় সময়
দেনা শুধিতে পারিনি, আছে ঋন-স্বীকার
পরবাসে সে বেদনা অসহ অপার
উপশমে ফিরে আসি ঘরে,
ইনবক্সে কারো চিঠি, কার? চেয়ে থাকি মনিটরে
এত আপন স্বরে, কে গো মনে করে?
বন্ধুত্ব, দেশ থেকে দেশান্তরে!!