দান ২, আসমা খান, Gift 2, Asma Khan
সমৃদ্ধ জগতে বসবাসে মনে আসে
চেনা পাড়ায় স্মৃতির শৈশব কৈশর
বহুদিন পর জীবন এর অন্য রকম স্তর
পডিয়ামে থেকে আসা উৎসাহি আহব্বান
কাঁটা বিছানো ঐ দারিদ্রের সংগ্রামে
চায় লেখাপড়ায় অনুদান।
যার আছে তার কাছে, যার নেই তাহার
সাহায্যর দরকার
দুই ভিন্ন দেশ, ভিন্ন সমাজ
শিক্ষিত কন্ঠ তোলে একই আওয়াজ
যোগ্য উত্তরাধিকার।
‘সময়’ এবং ‘স্থান’ জীবনের সেরা কারিগর
একান্ত নির্জনে, দ্বিধা ভরা মনে
জিজ্ঞাসে করনীয় যাহা করেছো কি জীবনে?
সুদূরে প্রতিক্ষায় অগণিত কিশোর
বাহিরে অসীম তারাভরা রাত
সামাজিক ঋন স্বীকারে সামান্য দান,
সাদাকা, যাকাত!!